খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

ভব সাগরের কূলে, হে যীশু তোমার পথ পানে চেয়ে

ভব সাগরের কূলে, হে  যীশু তোমার পথ পানে চেয়ে
আমি বসে আছি একা, পারে যাবার আশায়।

১। দেখতে দেখতে ফুরালো বেলা
এদিকে ভেঙ্গে এল ভবের মেলা, সন্ধ্যা এল অন্ধকার হয়ে
মোরে আর কত কাল রাখবে দয়াল, শূণ্য ঘাটে বসায়ে।

২। ওপারে এই সোনার বন্দরে, বাতি জ্বলে শহর আলো করে
চলে যাত্রী তোমার গুণ গেয়ে
মিলে তাদের সাথে গাব ঐ গান আশা আছে হৃদয়ে।

৩। শুনেছি হে তোমার দরবারে, সোনার বীণা লয়ে মধুর সুরে
গান করে দায়ুদ সভা মজায়ে
আমি শুনতে চাই সেই মধুর কীর্তণ, তোমার দরবারে যেয়ে।

৪। তোমার আসন প্রদক্ষিণ করে, আমি নেচে নেচে ঘুরে ঘুরে
কাটাব কাল তোমার গুণ গেয়ে
তুমি এস প্রভু তাড়াতাড়ি, এস খেয়ার নাও লয়ে।

-প্রিয়নাথ বৈরাগী (১৯১৯ খ্রীঃ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন