খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

তরী দিনে দিনে জীর্ণ হইল রে আমার নয়া নৌকা- প্রিয়নাথ বৈরাগী

তরী দিনে দিনে জীর্ণ হইল রে আমার নয়া নৌকা
সাধের তরী জীর্ণ হইল, আজও কাণ্ডারীর নাই দেখা।

১। ভেবে ছিলাম প্রভাত কালে, সুখে যাব চলে নৌকা তুলে
দিব বাদাম তুলে।
বাদামে দক্ষিণা বাতাস, লাগবে চন্দন গন্ধমাখা।

২। নয়া নৌকা পুরাণ হল, আমার সকাল গিয়ে বিকাল হইল
মাঝি কোথায় রইল।
ওদিকে ঐ মারে চিলিক, ঝড়ের মেঘে আকাশ ঢাকা।

৩। ভাটার বেশী নাই আর বাকী, মোরে সকলেই কি দিল ফাঁকি
সবই মিথ্যা নাকি।
যেদিকে ফিরাই দুই নয়ন, দেখি সকল দিকই ফাঁকা।

৪। বসে আছি মাঝির আশায়, যদি এখনও সে নৌকা ভাসায়
তবে করি না ভয়।
সার জানি তাই বসে বসে কেবল সেই মাঝিকে ডাকা।

৫। এস আমার নায়ের কাণ্ডারী, দয়াল ভাসাও এসে সাধে তরী
এস ত্বরা করি।
ধর হাল আর তুলে দেই পাল, দি তন যায় না ধরে রাখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন