খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

তব প্রেম দেখে আমি যীশু

তব প্রেম দেখে আমি যীশু
মনে হলেম হতজ্ঞান।
তুমি প্রাণ দিয়া নাথ, প্রাণ কিনেছ
সেই তো প্রাণের প্রাণ।

১। আহা দারুন ক্রুশেতে, প্রেক শলাকাঘাতে
আমার প্রাণ কাঁপিছে থর থর
করে ক্রুশ ধ্যান।

২। আমি ক্ষুদ্রাণু ক্ষুদ্র, জ্ঞানে হয়েছি আর্দ্র
আমার ক্ষুদ্র মনে থাকে যেন
দয়াল যীশুর নাম।

৩। একি শুভ সমাচার, প্রাণের যীশুই আমার
প্রিয় যীশুর বরে, পিতার করে
আঁকা আমার নাম।

৪। আমি পাপী নগণ্য, যীশুর হয়েছি গণ্য
তাই যীশু ধন্য, যীশু ধন্য
গায় মম প্রাণ।
-বিন্দুনাথ সরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন