খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

তোমার শ্রীপাদপদ্মে এনেছি শিশু সুকুমার

তোমার শ্রীপাদপদ্মে এনেছি শিশু সুকুমার
কর কৃপাদৃষ্টি নিজ গুণে যীশু ত্রাণেশ্বর।

১। এই শিশুর মুখ দর্মণ করে জাগিছে সবার অন্তরে
প্রভু তোমার শৈশব কালের স্মৃতি অতি মনোহর।

২। সে শৈশব কাল করে স্মরণ ইহার শিরে কর বর্ষণ
তোমার আশীর্বাদ হে ঈশ্বরনন্দন যীশু দয়াধার।

৩। তোমার আশীর্বাদের গুণে এই শিশুটি দিনে দিনে
যেন হয়ে ওঠে কায়োমনে সর্বাঙ্গ সুন্দর।

৪। সকলের কল্যাণের কারণ করে যেন জীবন যাপন
যেন তোমার সেবায় করে অর্পণ সর্বশক্তি তার।
৫। চির জীবন ঐ চরণে, রেখে তারে নিজগুণে
তুমি মঙ্গল কর তার জীবনে সংকল্প তোমার।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন