খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

তোমার প্রশংসা গান গাব মোরা সকলে- প্রিয়নাথ বৈরাগী

তোমার প্রশংসা গান গাব মোরা সকলে
তোমার জিন শক্তি দেও সবারে, তোমার নিজ আত্মা দেও ঢেলে।

১। তোমার শ্রীচরণ ছায়ায়, মোরা পেয়েছি আশ্রয়
সুখে-দুঃখে দিনে রাতে তুমি দিয়াছ অভায়
যীশু হে তুমি যাও নাই ভুলে এক জনেও
তোমায় মোরা ভুলেছি বলে।

২। তোমায় ভুলিয়া যখন, ওহে ঈশ্বর নন্দন
মিথ্যা পথে, অসৎ পথে মোরা করেছি ভ্রমণ
যীশু হে, মোরা চলিয়াছি স্বার্থের পথে
দয়াল তোমায় পিছনে ফেলে।

৩। তুমি করে ক্ষামাদান, ‍ওহে যীশু ক্ষমাবান
তোমার অভয় চরণ তলে সবে দিয়াছ হে স্থান।
যীশু হে, তোমার দয়ার কথা হলে স্মরণ
বক্ষভাসে সেই চক্ষের জলে।

৪।  আজ এই আনন্দের দিনে, ভিক্ষা জানাই চরণে
এস তুমি স্বর্গ হতে নেমে, আপন গুণে
যীশু হে, এসে দাঁড়াও একবার সভা মাঝে
এসে দাঁড়াও হৃদয় কমলে।

৫। তোমার প্রশংসা কীর্তন, মোরা করবো সর্বজন
সঁপে দিব ঐ চরণে মোরা দহে আত্মা মন
যীশু হে, মোরা পূজিব ঐ  চরণ তোমার
মোরা লুটাব চরণ তলে।
-প্রিয়নাথ বৈরাগী (১৯৪২ খ্রীঃ ঢাকা)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন