খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

তোমার দুয়ারে দাঁড়ায়ে যেন দিন কেটে যায়- প্রিয়নাথ বৈরাগী

তোমার দুয়ারে দাঁড়ায়ে যেন দিন কেটে যায়
ভিতরে যাই কি না যাই, যীশু দয়াময়।

১। ঘুরেছি কতই দেশে, কি ব্যথায় কি আফশোষে
এসেছি অবশেষে-তোমার দরজায়।

২। দাঁড়ায়ে ঐ দুয়ারে, র’ব মোর জীবন ভ’রে
বারেকের তরে যদি দেখা পাওয়া যায়।

৩। ভক্তেরা যখন আসে, দরশন পাবার পাশে
শুনেছি, হেথায় ব’সে চরণ ধূলা পায়।

৪। আমিও দেখব তখন, তোমার ঐ চন্দ্রবদন
ধ’রব ঐ অভয় চরণ আমার এই মাথায়।

৫। এই আশা রেখে মনে, চেয়ে ঐ দুয়ার পানে
র’ব হে নিশি দিনে তোমার অপেক্ষায়।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন