খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

ধ্যান ও প্রার্থনাতে সদা জেগে থাক- ছেপৎ মন্ডল

ধ্যান ও প্রার্থনাতে সদা জেগে থাক
তুমি কিরূপে চলিছ তাহা ভাল করে দেখ।

১। পথ প্রশস্ত অতি, সকলের তাহাতে গতি চাহিয়া দেখ
(তোমার) পরিণাম বিনাশ তাহা ভাল করে দেখ।

২। হৃদয় কপাট খুলে দেখিতে চাহনা ভুলে ঢাকিয়া রাখ
যখন পাপাগুনে উঠবে জ্বলে ফেটে যাবে বুক।

৩। যিহূদার ধর্ম সাজে, যীশুর পবিত্র মেঝে বসিয়া থাক
তুমি শুক্লীকৃত কবর তুল্য বাহিরে দেখ।

৪। মৌখিক শাস্ত্র আলোচনা, লোক দেখান প্রার্থনা করিয়া থাক
দু’দিন পরে জানা যাবে চাপা রবে নাকো।

৫। কপটতা পরিহর সরল কর অন্তর খেদান্বিত থাক
তোমার ভগ্নচূর্ণ অন্তর হলে উজ্জ্বল হবে মুখ।
-ছেপৎ মন্ডল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন