খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

নিয়ে মুক্তিধন তুমি এলে দ্বারে

নিয়ে মুক্তিধন তুমি এলে দ্বারে, করজোড়ে করি অভ্যর্থন
ধন্য তুমি যুগে যুগে, ধন্য তোমার শুভাগমন।

১। দেখে মুখের প্রসন্নতা, জুড়াল মোর সকল ব্যথা জুড়াল জীবন
সর্বসুন্দর কে আছে আর, ত্রিভূবনে তোমার মতন।

২। রেখে হৃদি শত দলে, পূজিব নয়নের জলে ঐ রাঙ্গা চরণ
যুগে যুগে যে চরণে, পেয়েছে ঠাঁই এ অভাজন।

৩। বাড়ায়ে ঐ দয়ার হস্ত, শিরে মম রাখ নাস্ত, ঈশ্বর নন্দন
দয়া কর, হে দয়াধার, চরণ সেবায় কাটুক জীবন।

-প্রিয়নাথ বৈরাগী (২৫/৪/১৯৪৮ খ্রীঃ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন