খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

পথ হারাইয়া বিজন বনে কাঁদি একা বসে পরাণ বন্ধু আমার

পথ হারাইয়া বিজন বনে কাঁদি একা বসে পরাণ বন্ধু আমার
কত দিনে আমি তোমার হব
বন্ধু আমার হৃদয় তোমায় দিয়া তোমার হৃদয় পাব।

১। আমার হৃদয় ব্যাথায় ভরা, ভরা নদীর প্রায়
উথলিয়া ব্যাথার তুফান দুকূল ভেঙ্গে যায়
আমি কুলহারা অকূল দরিয়ায় তোমার কূল কি পাব।

২। ভাঙ্গা হৃদি শতদলে, ব্যথার কুসুম তুলে
একলা বসে গাঁথি মালা, দুই নয়নের জলে
আমার প্রাণের আশা তোমার গলে
মালাখান পরাব।

৩। যতই আশা হৃদয় মাঝে করিয়া পোষণ
ভালবাসার আশার আশে কাটাই এ জীবন
জ্বলে নিরাশার দারুণ হুতাসন
কি দিয়া নিভাব।

৪। নদী মিশে সাগর সাথে, ফুলে ভ্রমর যেমন
পাগল প্রসাদ বলে মন মিলে হয় নাই হয় নাই মনের মতন
হবে তোমায় আমার শেষের মিলন
যেদিন আমারে হারাব।
-প্রসাদ সরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন