খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

পিছনে তুই রাখলি তারে

পিছনে তুই রাখলি তারে
যে তোর জীবনে গোঁসাই।

চেয়ে দেখলি না কে সারা জীবন তোরে শ্রীপাদপদ্মে দিল ঠাঁই।

১। পরাণ দিয়ে যে তোরে বাঁচায় সকল দুঃখের বোঝা তুলে
নিল আপনার মাথায়, ঠেকে প্রেমের দায়ে পরাণ দিয়ে
যে তোকে ঘুঁচাল সকল বালাই।

২। দরদী যে, ব্যথী যে ব্যথার, সাথের সাথী কাণ্ডারী যে
অকূল ভব সাগরের পার।
তোর ইহকাল আর পরকালে, ভোলা সে বিনা তোর আর বান্ধব নাই।

৩। সে কোথায়, আর তুই রইলি কোথায়
ভাবলি নারে কোন পাপে তোর আয়ু ফুরাইয়া যায়
বুঝে দেখলি না রে, কিসের তরে রে তোর বাড়া অন্নে পড়ে ছাই।

৪। দিন বন্ধুকে করলি অসম্মান, সবার আগে যার সিংহাসন
তাকে পাছে দিলি স্থান।
লজ্জায় সোনার সংসার হল আঁধার
বুঝি এ পাপে তোর আর নিস্তার নাই।

৫। চেয়ে দেখরে পিছনের পানে, অনাথের নাথ দীনবন্ধু সে আজ
রইল কোন খানেেএকবার যা ফিরে যা, তোর পাপের বোঝা
তোর সেই রাজার পায়ে রাখা চাই।
-প্রিয়নাথ বৈরাগী (১৯১৯ খ্রীঃ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন