খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

তুমি আনন্দ নগরে, চলেছ জগৎ ছেড়ে হে দয়াময়- প্রিয়নাথ বৈরাগী

তুমি আনন্দ নগরে, চলেছ জগৎ ছেড়ে হে দয়াময়
কেমনে চরণে জানাই যত কথা জাগে হৃদয়।

১। সাধু যোহন জর্দন তীরে, জানাইয়াছিলেন সবারে
মুক্তিদাতা তুমি ধরায়
এ ধরার পাপের ভার, প্রভু ঘুচে যাবে তোমার কৃপায়।

২। তোমার আত্মবলিদানে জগদ্বাসী সর্বজনে
মুক্ত হবে পাপেরি দায়
আসিবে এ ভবে মহাসুখের রাজ্য আনন্দময়।

৩। কি দুঃখ করেছ সহ্য, যেন সেই আনন্দের রাজ্য
জগৎ মাঝে হয় গো উদয়
দুঃখ ক্লেশ, হিংসা দ্বেষ, যেন না থাকে আর মলিন হৃদয়।

৪। সয়েছ তুমি নীরবে, যত দুঃখ আছে ভবে
কি দুঃখ না সয়েছ হায়
ক্রশো’পর ত্রাণেশ্বর, তুমি সকল দুঃখ করেছ জয়।

৫। করেছ জয় জগৎ সংসার করেছ জয় চিত্ত সবার
প্রণাম জানাই তোমার ঐ পায়
দয়াময় তোমার জয়, হবে চিরকাল এই ব্রহ্মাণ্ডময়।

৬। মেঘের রথ আসিছে নেমে, তোমাকে আনন্দ ধামে
নিয়া যাবার হ’ল সময়
আকাশে বাতাসে স্বর্গের অভ্যর্থনার গান শোনা যায়।

৭। চেয়ে রব আকাশ পানে মেঘের রথের বাতায়নে
ঐ চাঁদ বদন দর্শন আশায়
অকারণ দু’নয়ন যেন ভেসে যায় জলের ধারায়।

৮। বহে যদি অকারণে, জলের ধারা দুই নয়নে
প্রবোধ নাহি মানে হৃদয়
দৃষ্টিপাত কর নাথ, জেনো অবোধ পরাণ তোমারেই চায়।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন