খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

তুমি বসে আছ, গোলোকের সেই সোনার আসনে- প্রিয়নাথ বৈরাগী

তুমি বসে আছ, গোলোকের সেই সোনার আসনে
স্বর্গের পিতার দক্ষিণে।

১। একদিন প্রভু ছিলে যখন এ সংসারে, জগদ্বাসী নারী-নরে
তেমায় টাঙ্গাইয়া সেই ক্রুশোপরে, মেরেছিল প্রাণে।

২। অদ্য প্রভু, স্বর্গ-দূত আনন্দে ভাসি, গুণগান গায় দিবানিশি
তোমার ভক্ত যারা জগদ্বাসী, লুটায় ঐ চরণে।

৩। ওহে প্রভু, তোমাবিহীন আছে যারা, তোমার হাতে দেয় নাই ধরা
ক্রমে আসিতেছে কাছে তারা, তোমার প্রেমের টানে।

৪। একদিন প্রভু, ঐ চরণে হব নত, নরনারী আছে যত
তোমার মরণ গুনে হবে মুক্ত, যে আছে যেখানে।

৫। অদ্য প্রভু, সে শুভদিন দেকার আশে, মোরা সবে আছি বসে
আসুক তোমার রাজ্য সর্বদেশে, দেখে যাই নয়নে।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন