খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

গানের তরী পূর্ণ ক’রে- প্রিয়নাথ বৈরাগী

গানের তরী পূর্ণ ক’রে আকাশে আজ দেও ভাসায়ে
পিতার ধন্যবাদ আর গুণ সঙ্কীর্তণ, নয়নের জলে মিশায়ে।

১। কত দয়া কত আশীর্বাদ
করে তিনি পূর্ণ করলেন মনে কত সাধ
একবার আনন্দে কর ধন্যবাদ, উঠুক সঙ্গীত আকাশ ছেয়ে।

২। গানের তরী ভাসুক পবনে
ভেসে যাক সেই অমরপুরে পিতার ভবনে
যথায় দয়াল যীশু পাপীর জন্যে নিবেদন করেন বসিয়ে।

৩। অমরপুরে কত সাধুজন
আনন্দে প্রদক্ষিণ করেন পিতার সিংহাসন
পিতার নাম সংকীর্তন করেন দূতগণ, বীণার সুরে সুর মিশায়ে।

৪। সেই সুরে আজ কর গান তাঁর নাম
দেহ মন লুটায়ে তাঁর পায়ে কর হে প্রনাম
আসুক স্বর্গের সুখ আনন্দ বিশ্রাম, আমার এই আঁধার হৃদয়ে।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন