খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

গাও সেই মধুমাখা যীশু নাম- প্রিয়নাথ বৈরাগী

গাও সেই মধুমাখা যীশু নাম মন-প্রাণ খুলে
ঐ নাম গানে ত্রিভূবনে আনন্দের ঢেউ খেলে।

১। অমর ধামে অগণিত দূতের বাহিনী
গায় যীশু নাম বীণা যোগে দিবস রজনী।

২। সাধুভক্তবৃন্দ যারা আছে ভূমন্ডলে
ঐ যীশু নাম গানে সদা ভাসে চোখের জলে।

৩। দুঃখ শোকে জরামৃত্যু পাপের জ্বালা যত
ঐ নাম গানে পলায় নামে বেঁচে উঠে মৃত।

৪। রূগ্ন আর্ত মুক্ত হয় যীশু নামের বলে
যীশু নামের মত নাম কি ব্রহ্মান্ডে আর মেলে।

৫। পাতকী-পাষণ্ড যারা পাপে জীর্ণ তরী
অকূল ভবজলে ধরে যীশু নামে পাড়ি।

৬। গাও যীশু নাম চঁাদ বদনে হরষিত চিতে
শুনুক ঐ নাম জগজ্জনে যারা চায় শুনিতে।

৭। স্বর্গ-মর্ত এক হয়ে যাক ঐ যীশু নাম গানে
মর্তে গাবো মোরা স্বর্গে গাবে দূতগণে।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন