খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

গাওরে প্রভাতে যীশু সঙ্কীর্তণ- বিন্দুনাথ সরকার

গাওরে প্রভাতে যীশু সঙ্কীর্তণ
রসনাতে যীশু নাম কর উচ্চারণ।
(হৃদয় খুলে ডাক রে রসনাতে, দয়াল নাম নাম রে)।

১। জলন্ত অনল প্রায়, রাঙ্গা রবি ঐ উদয়
অন্ধকার ভয়েতে পলায় হে, উঠ ভ্রাতা-ভগ্নি সব
দেখ স্বর্গীয় গৌরব
হৃদয়-আকাশে উদয়, স্বর্গীয় তপন।
(দিব্য চক্ষে দেখ রে- হৃদয়েতে-যীশুরূপ রূপ রে)।

২। জয় যীশু জয় জয়, সৃজন পালন লয়
সর্বমূলধার যীশু নাথ হে, ভ্রাতা-ভগ্নি, সবে মিলে
উল্লাসে হৃদয় খুলে
যীশু যীশু বলে, সবে কর আহ্বান।
মনের ক্ষুধা যাবে রে- যীশু বলে, প্রান শীতল হবে রে)।
-বিন্দুনাথ সরকার (১৯৮২ খ্রীঃ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন