খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

কোথায় যীশু ঈশ্বর নন্দন-

কোথায় যীশু ঈশ্বর নন্দন, দেখা দেও এই দীনহীনে
আমার প্রাণ কাঁদিছে দিবা-নিশি চেয়ে তোমার পথ পানে।

১। চাদিকে হেরি অন্ধকার, অন্ধকার এই হৃদয়-মন্দির, অন্ধকার সংসার
প্রাণে সদা উঠে হায় হায় ধ্বনি ধারা বয় এই দুই নয়নে।

২। স্বর্গারোহন করিবার কালে, ভাসে তোমার বিষ্যগণ নয়নের জলে
তুমি বলেছিলে তাদের কাছে আসবে ফিরে এ ভূবনে।

৩। দিনে দিনে গেল কতদিন, পথ পানে চেয়ে চেয়ে আমার আঁখি হল ক্ষীণ
আমি নিদ্রা হইতে জাগি স্বপ্নে, তোমার রথের ধ্বনি শুনে।

৪। মিছা স্বপ্ন, মিছা এ জীবন, কবে তুমি আসবে ফিরে পাব দরশন
আমার দুঃখের নিশি প্রভাত হ’ল, পেয়ে তোমার শ্রীচরণ।
-অজ্ঞাত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন