খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

কে তুমি বালক, করিয়া আলোক- বিজয়নাথ সরকার

কে তুমি বালক, করিয়া আলোক
দাঁড়িয়েছ আজ গৃহ-দ্বারে?
(তোমায়) চিনি চিনি চিনিতে না পারি
(কোথা) দেখেছি বলে মনে পড়ে।

১। চন্দ্র-সূর্য আদি নক্ষত্র সকল
সাগরাদি সহ এ মহী মন্ডল
সৃষ্টিকর্তা যবে, রচিলেন এ সবে
দেখেছি সেখানে, তোমারে।

২। বাবিল নগরে মহা অগ্নিকুণ্ডে
শদ্রকাদি যবে আছি দন্ডে,
(তুমি) দেব পুত্র হয়ে সেখানে কি নিয়ে
শীতলীলে বহ্নি শিখারে।

৩। মরি মরি কিবা অপরূপ বেশ
সাজিয়াছ তুমি, সুত্রধরের বেশ
বুঝি তক্তা দিয়ে, তরণী বানিয়ে
তারিবে পাপী ভব নীরে।
- বিজয়নাথ সরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন