খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

কে ডাকে আজ জগৎ জুড়ে অকালে- প্রিয়নাথ বৈরাগী

কে ডাকে আজ জগৎ জুড়ে অকালে
শুনি দুপুর রাতে কর্ণ পেতে, কে ডাকে আয় আয় বলে।

১। অন্ন পাবি শান্তি পাবি, দুঃখ তাপ সব ভুলে যাবি সেই দেশে গেলে
ভবে শান্তিবিহীন আছে যারা, আয় তোরা আয় সকলে।

২। সুখের দেশ কে যাবি আয়, দুঃখ-তাপ আর নাইরে তথায় নাই কোন কালে
কেন মিছে মায়ায় মত্ত সবে, আবদ্ধ মায়া জালে।

৩। পুত্রহারা নারী যেমন, পুত্রেরে করে অন্বেষণ, আর সকল ভুলে
আজ সেই ভবের পাগল, ঘরে ফিরে খুঁজে বেড়ায় পাগলে।

৪। গৃহহীন অন্নহীন পাগল, বাঁধাল মহা গন্ডগোল ঘোর কলি কালে
ও তাঁর কথা শুনে মরা মানুষ, তাঁহার কাছে যায় চলে।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন