খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

কে জানে কোন রূপ ধ’রে সে আসবে হৃদয় দুয়ারে- ধীরেন্দ্র লাল পাঁড়ে

কে জানে কোন রূপ ধ’রে সে আসবে হৃদয় দুয়ারে
কোন্‌ সুরে প্রাণ উঠবে ভ’রে পরাণ প্রিয়ের ঝঙ্কারে।

আসতে পারে কাঙ্গাল বেশে
পরের অভাব নিয়ে
হয়ত রে সে ডাকবে এসে
বজ্র আঘাত দিয়ে।

আসুক নাকো যে বেশ ধরে
নির্ভয়ে ধরিস তারে
চায় সে শুধু পেতে তোরে
ধরা দিয়ে আপনারে।

দুয়ার খানি খুলে তাঁর
বসিয়ে হৃদি মাঝারে
চরণ দু’টি দিসরে ভ’রে
চুম্বনে আঁখির ধারে।
-ধীরেন্দ্র লাল পাঁড়ে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন