খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

ধন্য পরমারাধ্য যীশু- প্রিয়নাথ বৈরাগী

ধন্য পরমারাধ্য যীশু, সত্য সনাতন
ঈশ্বর নন্দন পতিত পাবন।

১। সৃষ্টির পূর্বে ছিলে অনাদিকালে
বাক্য ব্রহ্মরূপে পিতার কোলে।
তুমি স্বয়ং ঈশ্বর, তুমি নিত্য পরাৎপর
তুমি নিখিল এই ব্রহ্মাণ্ডের সৃজন কারণ।

২। পতিত মানবে করিতে উদ্ধার
মানরূপে হলে ভবে অবতার
প্রভু, তোমার কৃপায়, যত পাপী মুক্তি পায়
করলে পাপীর পাপের তরে প্রায়শ্চিত্ত সাধন।

৩। দীন-হীনের দুঃখ সয়েছে প্রাণে
দরিদ্র হয়ে তুমি ছিলে ভূবনে
দুঃখী কাঙ্গাল যত প্রভু, তোমার আশ্রিত
যত দীনাত্মা জনে পায় তোমার চরণ।

৪। পাপীর পাপের দণ্ড নিয়েছ শিরে
দিয়েছ নিজ প্রাণ ক্রুশোপরে
নিলাম শরণ তোমার, ওহে যীশু ত্রাণেশ্বর
তুমি সত্য সুপথ, তুমি অনন্ত জীবন।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন