খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

দেখা হবে যে আবার

দেখা হবে যে আবার
(আজ) বিদায়ের ক্ষণে, শুধু জাগে মনে
সে কথাটি বারে বার।
দু’দিনের তরে এসেছিনু হেথা, দুদিনের মেলামেশা
রহিবে অটুট এই সুখ স্মৃতি, জাগাবে নূতন আশা।

এক ব্রতে ব্রতী এক আহ্বান
মুছেগেছে সব বাধা ব্যবধান
সবার হৃদয়ে এক প্রেমে বাঁধা, বুঝিছি এমনে সার
দেখা হবে যে আবার।

জীবন নদীর এপারেতে যদি দেখা নাহি হয় আবার
নাহি দুঃখ তায়, জানি যে মিলিবে মৃত্যু নদীর পার
অনন্ত মিলনে মিলি এক প্রাণে
সে আনন্দ ধামে জয় জয় গানে
শ্রী  যীশুর চরণ ঘেরিয়া দাঁড়াবে অযুতভক্ত তাঁর
দেখা হবে যে আবার।
-নির্মলানন্দ সরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন