খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

দায়ুদ নগর ঐ যে দেখা যায়- প্রিয়নাথ বৈরাগী

দায়ুদ নগর ঐ যে দেখা যায়
মোরা এসেছি নিকটে তাঁর, বেশী দূর নাহি আর
যাবি যদি চলে আয়।

১। দূতের মুখে পেলাম সংবাদ, এবার
পূর্ণ হবে অন্তরের সাধ গো ভাইরে
হলেন জগৎ পিতা অনুকূল, ভব জলে পাবি কূল
পাতকী কূল নিরুপায়।

২। মেষপাল নিয়ে ছিলাম জেগে
মোরা অন্ধকারময় নিশিযোগে গো, ভাইরে
ঘটল কি ঘটনা আকস্মাৎ করে দেখি দৃষ্টিপাত
আলোকে সব আলোকময়।

৩। স্বর্গের পুরুষ বিদ্যুৎ বরণ, কিবা অনিন্দ্যরূপ
চন্দ্র বদন গো ভাইরে
হয়ে ভয়ে প্রায় অচেতন, শুনেছিলাম তাঁর বচন
শুনিলে তা প্রাণ জুড়ায়।

৪। “ভয় নাই, ভয় নাই, শোন কথা
ভবে জন্মেছেন আজ জগৎ ত্রাতা গো, ভাইরে
করে যীশু মশীহ নাম ধারণ, তরাবেন পাপী জন
রবে না আর শমন ভয়।

৫। শুনতে পেলাম বীণার ধ্বনি, তাতে বেজে উঠল
কি রাগীনি গো, ভাইরে
এলেন  শান্তিরাজ এ সংসারে, আনন্দ নগরে
জয় হউক! জয় হউক! পিতার জয়।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন