খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

দায়ূদ নগর বৈৎলেহমে রাখালেরা যায় গো

দায়ূদ নগর বৈৎলেহমে রাখালেরা যায় গো, ঐ দেখ
সঙ্গে কে কে যাবি তোরা, আয় আয় গো

১। গোলকের রাজসভা হতে, দূত এসেছে আঁধার রাতে
যীশুর জন্ম সংবাদ দিতে রাখালেরা সভায় গো।

২। রাখালেরা ছিল বসে, আঁধারে খোঁয়ারের পাশে
হেন কালে হয় আকাশে দূতেরই উদয় গো।

৩। ভয়ে হয়ে দিশেহারা, চেয়ে থাকে রাখালেরা
শুভ সংবাদ শোনে তারা, স্বর্গীয় ভাষায় গো

৪। “স্বর্গের ঈশ্বর স্বর্গ ছেড়ে, জন্ম নিলেন এ সংসারে
বৈৎলেহমে দেখব তাঁরে গেলে গোশালায় গো।

৫। ধন্য হ’লে জগদ্বাসী, পেয়েছে সেই পূর্ণ শশী
ধন্য ধন্য যীশু মশীহ্‌, জয় জয় জয় গো।

৬। আয় তোরা আয় যাবি যদি, দেখবি যদি গুণনিধি
জগতে আনন্দ নদী, উজান বয়ে ধায় গো।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন