খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

দিয়ে তব রক্ত, কর মোরে ধৌত-

দিয়ে তব রক্ত, কর মোরে ধৌত, যে রক্ত স্রোত বয় কালভেরী শিখরে
পাপ দেহ মোর এ চিত্ত অন্তর নিজ হস্তে কর ধৌত ঐ রুধিরে।

১। যত অপরাধ করেছি জীবনে যত দোষে দোষী আছি ঐ চরণে
যত অবাধ্যতা বিদ্রোহ গোপনে করেছি পোষণ অন্তরে অন্তরে।

২। পাপে কলঙ্কিত আমার এ জীবনে অপবিত্র দেহ কলুষিত মন
তব রক্তে প্রভু কর প্রক্ষালন চরণে বিনতি করি করজোড়ে।

৩। যুগে যুগে এসে পাপী তাপী যত তব ক্রুশতলে হয়েছে পতিত
তোমার ঐ শোণিতে করে তুমি সিক্ত, ধৌত, পাপ মুক্ত করেছে সবারে।

৪। দিও না ফিরায়ে আমারে অমনি, কর ধৌত মম যত পাপ-গ্লানি
ধর প্রভু মোরে ধর হে এখনি, ডুবাও আমারে ঐ রক্ত সাগরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন