খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

দূর করে দেও মনের জঞ্জাল ভাইরে রেখনা আড়ালে- রূবেন সরকার

দূর করে দেও মনের জঞ্জাল ভাইরে রেখনা আড়ালে
ধুয়ে হৃদয়খানি দিন রজনী তারে জয় যীশু জয় বলে।

১। হিংসা নিন্দা কপটতা, দেহের গুমান কুটিলতা
ভাইরে অহংকার দেও ফেলে
হবে নূতন জন্ম পরম ধর্ম পাবে চিত্ত শুদ্ধ হলে।

২। সুনির্মল দর্পণের মত হৃদিপদ্ম করে ধৌত
যদি রাখ প্রেম-জলে
তবে দিবে দেখা পাপীর সখা তোমার হৃদয়-কমলে।

৩। মন-মন্দিরকে সাজায়ে ভক্তি বিশ্বাস তৈল পুরিয়ে
রাখ আত্মায় বাতি জ্বেলে
আসবে বিবাহের বর সেই রাজকুমার তোমার বিচ্ছেদ যাবে ভুলে।

৪। যাবে যদি পুরীর ভিতর চেনে থাক নিরন্তর
ঘুমে পরো নাকো ঢুলে
অধম রূবেন বলে ভাই সকলে চল এক সঙ্গে যাই চলে।
-রূবেন সরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন