খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

ঘটে যা ঘটুক তোমার জীবনে- প্রিয়নাথ বৈরাগী

ঘটে যা ঘটুক তোমার জীবনে- বল ধন্য যীশু!
বল রাত্রি দিনে, সর্বক্ষণে
ধন্য যীশু! ধন্য যীশু! ধন্য যীশু! 

১। আসলে সুখের সময়, এ সংসার আনন্দময়
তুমি মহানন্দে খুলে হৃদয়, বল- জয় জয় ধন্য যীশু!

২। আসলে ব্যাথা-বেদন, হাহাকার দুঃখ ক্রন্দন
তুমি সেই শ্রীচরণ করে স্মরণ, বল-জয় জয় ধন্য যীশু!

৩। আসলে সুখের জোয়ার, ভরে যায় তোমার ভান্ডার
গোলায় ধন-ধান্য ধরে না আর, বল- জয় জয় ধন্য যীশু।

৪। যখন হয় শূণ্য দুই হাত, দুঃখের রাত হয় না প্রভাত
তুমি উর্ধে তুলে সেই শূণ্য হাত, বল-জয় জয় ধন্য যীশু!

৫। দুঃখ-সুখ আঁধার-আলো, জীবনের সাদা কালো
নিয়ে দুঃখ-সুখ, আর মন্দ ভাল, বল- জয় জয় ধন্য যীশু।

৬। সুখ দুঃখের উর্ধে থেকে, তাঁর দিকে দৃষ্টি রেখে
বল বুঃখে-সুখে, হাস্য মুখে, জয় জয় জয় ধন্য যীশু।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন