খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

গুরু তোমার আজ্ঞা নিয়ে শিরোপর- প্রিয়নাথ বৈরাগী

গুরু তোমার আজ্ঞা নিয়ে শিরোপর, ভাসাইলাম তরণী
তুমি কর্ণধার মোরে কর পার, ভাসাইলাম তরণী।

১। আকাশ আঁধার চারিদিকে, গুরু গুরু দেয়া ডাকে
বুঝি ঝড়ের গর্জন শুনি।
শঙ্কা নাই মোর মনে ঝড়া তুফানে হেেআজ কাণ্ডারী আপনি।

২। সমুদ্রে ঝড় যায় গো থেমে শুনলে দোহাই যীশু নামে
(নামের মহিমা এমনি)
তুফান নোয়ায় মাথা, জগত্রাতা হে,
শুনলে তোমার মুখের বাণী।

৩। দিলাম নৌকায় নোঙ্গর কেটে ভাঙ্গন কূলের পুরাণ ঘাটে
ছুঁছে তোমার চরণখানি
হলেম সকল হারা, তোমা ছাড়া হে
যেন আর কিছুই না জানি।

৪। আসুক ভাটা, আসুক জোয়ার, সে ভাবনা আজ ভাবি না আর
(ভাবি তোমার-গুণ কাহিনী)
কত করেছ পার, হাজার হাজার হে,
যত অধম পাপী প্রাণী।

৫। নিয়া এখন চল মোরে, তোমার দেশের সেই বন্দরে
(সে দেশ সকল দেশের রাণী)!
তথায় সাধুগণে ঐ নাম- গানে হে, আছে বিভোর দিন রজনী।

৬। চক্ষে রেখে তোমার মূর্তি, গাব তোমার মধুর র্কর্তি
কীর্তির সীমা নাহি জানি
বিশ্চয় জানি মনে শুভদিনে হে, পাব তোমার সেই রাজধানী।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন