খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

কে আছে আর তোমারই মতন- প্রিয়নাথ বৈরাগী

কে আছে আর তোমারই মতন
ওহে দয়াল যীশু, পতিত পাবন
তুমি রাজার রাজা, প্রভুর প্রভু, নিখিল এই ব্রহ্মাণ্ডের কারণ!

১। অপরাধের দণ্ড দিতে, বাসনা নাই তোমার চিতে
পাপী-তাপী তরাইতে ভবে তোমার আগমন
মোদের সকল পাপের সাজা নিয়ে, তুমি ভুগিয়াছ মরণ।

২। আনন্দধাম হতে এসে, দুঃখময় এই পাপের দেশে
অতীত তোমার মানুষের বেশে করেছ ভ্রমণ
যত দুঃখীর দুঃখ ঘুঁচাইয়াছ, মুছাইয়া দিয়াছ নয়ন।

৩। ক্ষমা করে দোষী জনে, দিয়াছ স্থান শ্রীচরণে
অযোগ্য জন অভাজনে, তুমি ক’রেছ গ্রহণ
ভবে মিলাইয়াছ প্রেমের মেলা, শান্তির রাজ্য করে স্থাপন।

৪। যে যা বুনে সেই তা কাটে, তেমনি ফল পায় ভবের হাঁটে
সুবিচার তোমার নিকটে, শুনি শাস্ত্রেরি বচন
আমি নরকযোগ্য মূঢ়মতি, আমাকে দিয়াছ চরণ।

৫। কি বলে আনন্দ জানাই, যীশু হে জগতের গোঁসাই
তোমার তুল্য আর কেহ নাই, দেখলাম খুঁজে ত্রিভূবনে
আমি বাঁধা রইলাম ঐ পাদপদ্মে, দেহে যাবৎ রয় এই জীবন।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন