খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

ক্রুশের সৈনিক, তব এ ভাব কেমন- অমৃত লাল নাথ

ক্রুশের সৈনিক, তব এ ভাব কেমন
বহিতে চাহ না ক্রুশ, এ কি মহা বিড়ম্বন।

১। বিনা যুদ্ধে অকাতরে, ফুলশয্যায় শয়ন ক’রে
কে কবে স্বগপুরে, পেয়েছে জয়পত্র দান?

২। কাঁটার মুকুট না পরিলে, সুবর্ণ মুকুট ভালে
পায় কি কেউ কোন কালে, শুনিয়াছ কি কখন?

৩। ক্রুশের সৈনিক যারা নিজ রুধিরেতে তারা
করেছে প্লাবিত ধরা, হেসে দিয়াছে জীবন।

৪। যীশু-ক্রুশ পানে চেয়ে, ত্যাজ মান-লাজ-ভয়ে
নিজ ক্রুশ স্কন্ধে লয়ে, আনন্দে কর বহন।
- অমৃত লাল নাথ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন