খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

ক্রুশেতে ঐ প্রেমের ছবি- শশীভূষণ পন্ডিত

ক্রুশেতে ঐ প্রেমের ছবি
পরাণ আমার কেড়ে নেয়
প্রভু যীশুর কুক্ষি হতে, ঐ যে জীবন নদী বয়ে যায়।

১। হয়েছি পাগল প্রেমেতে, পারি না ঐ প্রেম ভুলিতে
ডুবে যাই কালভেরী স্রোতে
(আমি) প্রেমে পাগল ক্রুশতলায়।

২। সর্বাঙ্গ তাঁর রুধিরাক্ত সিক্ত করি ক্রুশকাঠ
রক্ত ঝড়ে অবিরত (ঐ যে) সোনার অঙ্গ চলে যায়।

৩। কত নিন্দা বারে বারে, দিয়ে থুথু কোড়া মারে
নলের আঘাত কন্টক শিরে
(প্রভুর) বর্শাঘাতে প্রাণ যায়।

৪। কাঁটার মুকুট প্রভুর শিরে, হস্ত পদে রক্ত ঝড়ে
দারুণ যন্ত্রণা ভারে (প্রভু) আমার জন্য প্রাণ বিলায়।

৫। আমার তরে দিলেন প্রাণ, পেয়েছি তাই ক্রুশের জীবন
সদা থাকি ক্রুশারোপন
প্রভু যীশুর যুগল পায়।
-শশীভূষণ পন্ডিত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন