খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

কেন আজি অকারণে বেষে যায় নয়ণ- প্রিয়নাথ বৈরাগী

কেন আজি অকারণে বেষে যায় নয়ণ!
আমি শুধাই, কে বলে দেয়-
বান্ধব কে আছে আমার এমন?

১। আমি করেছি যে পাপ, তার জন্য কি অন্তরে আজ জাগে মনস্তাপ
আত্মা ধুলায় পড়ে হাহাকারে, কেন করতেছে এমন ক্রন্দন!

২। যেন দুঃখীর নযন জলে
আকাশ ভ’রে সৃষ্টি ভরে করতেছে টলমল!
যেন ভাদ্র মাসের ভরাগঙ্গা ছোটে, না মানে বাধা-বন্ধন।

৩। শুনি সাধুজন কয়
মহাজনে একা ব’সে কাঁদে, স্বর্গের রাজসভায়
রাজার চরণতলে, নয়নজলে করে আমার জন্য নিবেদন।

৪। বুঝি ক্রন্দনের সেই সুর
জগতে এসেছে আজি ভ’রে স্বর্গপুর
তাঁর সেই বিনয়ের সুরে হৃদয়পুরে বুঝি মন হল আজ উচাটন।

৫। একবার দেখা পেলে তাঁর
বলব তাঁরে নয়নজলে মনের সমাচার
আমি চাই না মুক্তি, চাই না স্বর্গ
কেবল চাই তোমার ঐ শ্রীচরণ।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন