খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

কিবা শুভদিন যীশুর আগমন হইল আজি এ মর্ত্যপুরে- সত্যেন্দ্রনাথ ঢালী

কিবা শুভদিন যীশুর আগমন হইল আজি এ মর্ত্যপুরে
উল্লাস হইল সবের অন্তরে (ভাইরে)
আজি স্বর্গনাথ এলন স্বর্গ ছেড়ে।
পাপিষ্ঠ মানবে করিতে উদ্ধার জন্মিলেন ভবে ঈশ্বর কুমার
কী ব্যাপারে চমৎকার, তিনি জন্মিলেন মেরির উদরে
মোদের নর রূপ ধারণ করে (ভাইরে)
(ও) তাই অপার আনন্দ অন্তরে।
ঝোকঃ উদয় ঐ ত্রাণশশী নাম তাঁর যীশু মশীহ্‌
জন্মিয়াছিলেন মোশীহ্‌ বৈৎলেহমে।

১। রাখালগণ সংবাদ পেয়ে অমনি চলল ধেয়ে
গোশালায় দেখে তাঁরে আকুল প্রাণে।

২। অপূর্ব ঈশকুমার রূপের তাঁর নাই পারাবার
নয়ন না ফিরে তাঁহা যেবা নেহারে।

৩। মরিয়ম কোলে করে বসেছেন ত্রাণেশ্বরে
থাকিয়া রূপ নেহারে নয়ন ভরে।

হইল আনন্দ প্রাণে, আনন্দ প্রাণে
১। মোদের আনন্দের নাই পরিসীমা যীশুর জনমে।

২। চাচে ইংল্যান্ডবাসী আমেরিকা তাঁর জনমে

৩। এসো চেচে নেচে করি কীর্তন ভাই-ভগ্নিগণে।
কিবা শুভদিন
-সংগ্রহেঃ সত্যেন্দ্রনাথ ঢালী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন