খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

কিছুই না রহুক প্রভু, কিছুই না রহুক- বিন্দুনাথ সরকার

কিছুই না রহুক প্রভু, কিছুই না রহুক
তোমার আমার মাঝে কিছুই না রহুক।

১। (আমার) দেখাও তব গৌরব, টান হে নিকটে তব
শুনাও তোমার প্রেমের রব, আর কিছুই না রহুক।

২। (আমি) যেন তোমার দৃদুস্বর শুনিতে পাই নিরন্তর
তাই জগতের কলম্বর, কিছুই না রহুক।

৩। (আমার) ভকতি-প্রীতি সম্বল, প্রার্থনা কি চক্ষুর জল
এ সবের অহঙ্কার কিছুই না রহুক।

৪। (মনে) সন্দেহ কি অবিশ্বাস, চিন্তা-ভীতি কিবা ত্রাস
আলস্য কি অবহেলা, কিছুই না রহুক।

৫। (তুমি) ধর গো আমার নয়ন, তব রূপ করাও দরশন
তোমার সৌন্দর্য বই আর, কিছুই না দেখুক।

৬। (তুমি) হও আমার উচ্চ আশা, হও আমার ভালবাসা
যীশু বই মোর ত্রিভূবনে, কিছুই না রহুক।
-বিন্দুনাথ সরকার (১৮৯৫ খ্রীঃ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন