খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

কি আর দিব শেষের স্মৃতি আজি আমার বিদায় এ বেলা- প্রসাদ সরকার

কি আর দিব শেষের স্মৃতি আজি আমার বিদায় এ বেলা
গানের ফুলে গেঁথে যাই মালা
আমার স্মরণে পড়িও গলে, ভুলতে বিচ্ছেদ জ্বালা।

১। গানের কুসুম করে আহরণ, কত করিয়া যতন
বিনা সূতে গাঁথলেম মালা তোমাদের কারণ
তোমার স্মৃতিপটে কর স্থাপন প্রীতির কুঞ্জের এ খেলা।

২। ফুল ছড়ানো বনে এ পথে, ছিল যারা মোর সাথে
কে কোথায় লুকাইয়া গেল অজানা পথে
বুঝি একলা আমার হবে যেতে, গোধূলীর শেষের বেলা।

৩। আজও যারা আছে মোর সাথী, নিও শেষের বিনতি
আসবে যখন আঁধার রাতি; জ্বালাই বাতি
তোমরা হইও আমার সাথের সাথী মিলাতে মিলন মেলা।

৪। চলার পথে সেই শেষের কালে, দাঁড়াব সাগরের কূলে
তোমরা ফাঁকি দিয়া যেওনা ফেলে
পাগল প্রসাদ বলে, দিও তুলে আসলে পাড়ের ভেলা।
-প্রসাদ সরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন