খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

কি দিয়া পূজিব চরণ যীশু, কি দিব তোমারে- রূবেন সরকার

কি দিয়া পূজিব চরণ যীশু, কি দিব তোমারে।
তোমার অপার দয়ায় হে দয়াময়, আমার প্রাণ নিয়াছ কেড়ে।

১। কি আছে তোমারে দিব, কি দিয়া ঐ ঋণ শুধিব, বসে ভাবি তাই অন্তরে;
তোমার অমূল্য এই দয়ার তুল্য, কিছু মিলে না সংসারে।

২। ছায়ার মত দিনে রাতে, থেকে সদা সাথে সাথে, মোরে বেঁধেছ প্রেমডোরে
মোরে শান্তিতে করেছ ফূর্ণ দয়াল, অশান্তির সংসারে।

৩। দুঃখ কষ্টের হয়েছে শেষ, মহানন্দে ভরেছে এ দেশ, যেন সুখের জোয়ারে
তোমার প্রেমের ধারা নেমে আসে সদা আমার এই অন্তরে।

৪। লহ মম ধন-জন, লহ মম দেহ-মন, যীশু তোমার সেবার তরে
যেন ইহকালে, পরকালে থাকি তোমার ঐ দুয়ারে।

৫। তোমার নামের প্রসংসা গান, গাব দিবানিশি দে দয়াবান, আমি গাব পরাণ ভরে
তুমি কাছে থেক, পায়ে রেখ সদা এ অধম পাপীরে।
-রূবেন সরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন