খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

পোহাল রজনী শ্যামল ধরণী

পোহাল রজনী শ্যামল ধরণী, অপূর্ব বরণী, অরুণ রাগে
তিমির বিনাশী আলোক প্রকাশী, দিবাকর আসি দীপ্ত পূর্বভাগে।

১। ত্যাজি সুপ্তিভাব সুসুপ্ত প্রকৃতি করিছে কীর্তন মুধুর প্রভাতে
বাহিয়া মলয়-মৃদুমন্দ গতি-জাগরণের গীত গাহে বিশ্বের আগে।

২। পশু-পাখী যত জীব সমুদয়, প্রভাতী বন্দনা করিছে অর্চনায়
বিশ্ব বিমোহিত সুরের মূর্ছনায়-বীনা বিনিন্দিত নব অনুরাগে।

৩। হইল পুষ্পিত কুসুম লতিকা, মধু লোভে ভুঙ্গ মধু চয়নিকা
চপলা বালিকা গাঁথিছে মালিকা প্রেমিকা পাগেলা বিভোলা বিরাগে।

৪। আর কত মন অচেতন ঘুমে, প্রসাদ কহে জাগে, এ শুভ লগনে
হইবে মিলন প্রাণে প্রিয়তমে করিলে অন্বেষণ প্রভাত যোগে।
-প্রসাদ সরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন