খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

পাপের কারণ কর ক্রন্দন, তুমি আর অচেতন থেক না

পাপের কারণ কর ক্রন্দন, তুমি আর অচেতন থেক না
(তোমার) হৃদয় মাঝে পাপ পুষে, গোপন করে রেখ না।

১। এমন এক দিন আসেবে, হৃদয় কপাট খুলে যাবে
(তোমার) গুপ্ত বিষয় ব্যক্ত হবে, চাপা কিছু রবেনা।

২। পাপীর সে দিন ভয়ঙ্কর, বলবে গিরি গায়ে
(বলবে) পর্বতগণ চেপে ধর, যাতনা আর সহে না।

৩। বলেন প্রভু দয়া করে, পাপী যে পাপেতে মরে
(তাতে) প্রীত নাহি মোর অন্তরে, পাপীর মরণ চাহি না।

৪। এ সুসময় আর হবে না, কাঁদিলেও আর পাবে না
(তুমি) পেয়ে অনেক চেতনা, তবু পাপ ছাড়িলে না।

৫। ননীবীবাসীর মত, এখন হও খেদান্বিত
(হও) চট পরে ভস্মে শায়িত, বল আর পাপ করব না।

-মধুসূদন সরকার (১৮৯২ খ্রীঃ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন