খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

পোড়া জঞ্জাল মোটে পথ ছাড়ে না


পোড়া জঞ্জাল মোটে পথ ছাড়ে না
যাতনা মোর আর সহে না।

১। অসার ভবের সম্পত যত ভাই-বন্ধু-দারা-সুত
কেবল পথের পরিচিত কেহ সঙ্গে যাবে না
একদিন সকল ফেলে যেতে হবে, পড়ে রবে দেহখানা।

২। ব্যাধি যখন হবে ভারী, দুর্বল দেহ শয্যায় পড়ি
দিন কয়েক থাকতে পারি, সয়ে রোগের যাতনা
বলবে শমনরে তোর পায়ে ধরি, বিনয় করি তাই যাবে না।

৩। অসার ভবে আহা মরি, কায়া প্রাণে বিচ্ছেদ ভারী
যীশু তোমার পায়ে ধরি, মোরে ফেলে যেও না
আছি ভয়েতে ভীত অতি, ভবের সুখে মন মজে না।
-সূর্যকান্ত সরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন