খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

চড়ে সোনার রথে এস হে সোনার চাঁদ- প্রিয়নাথ বৈরাগী

চড়ে সোনার রথে এস হে সোনার চাঁদ, আকাশ পথে।

১। তুমি বলেছিলে যাবার কালে সোনার অমর ধামে
তোমার সময় হলে ধরাতলে আসবে আবার নেমে।

২। দুঃখ এ জগতে শত্রু হাতে সয়েছিলে প্রাণে
এবার রাজার বেশে বসবে এসে সোনার সিংহাসনে।

৩। উড়বে নিশান তোমার হে ত্রাণেশ্বর আকাশ করে আলো
হবে পদানত, তোমার যত শত্রু ভবে ছিল।

৪। চরণ দরশন পেয়ে ধন্য হবে এ ধরণী
বলে “জয় যীশু জয়” ব্রহ্মাণ্ডময় উঠবে গানের ধ্বনি।

৫। ঘুঁচবে ভবের জ্বালা, পাপের লীলা, দুঃখ যাবে ঘুঁচে
ব্যথা করবে হরণ দুঃখীর নয়ন আপনি দিবে মুছে।

৬। হবে দুঃখ শূণ্য শান্তি পূর্ণ সুন্দর বসুন্ধরা
তোমার সোনার রাজ্যে রবে না আর মৃত্যু ব্যধি জরা।

৭। কবে সময় হবে আসবে ভবে বরভয় দুই হাতে?
কবে দিবে দেখা পাপীর সখা, তোমার সোনার রথে।

৮। চেয়ে পথ পানে দিন গণে এই ব্যথিতা ধরণী
একবার কর স্মরণ ঈশ্বর নন্দন, জিন মুখের সেই বাণী।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন