খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

চল চল দ্রুত সবে- শশী ভূষণ পণ্ডিত

১। চল চল দ্রুত সবে, যীশু জয় রবে
হাতে লয়ে জয়েরি নিশান
কাঁপুক বিপক্ষ শয়তান (২)

২। দিয়ে রক্ত দিয়ে প্রাণ, বাঁচলেন এ পরাণ
বাঁচিল পতিত মানবগণ।

৩। প্রভু যীশুর আগমনে, গায় স্বর্গ দূতগণে
শুন শুন সুললিত তান
ত্বরা চল ধেয়ে চল, ভক্ত সবে নিয়ে চল
আনন্দে উথলে আজ প্রাণ (২)

৪। শুভ দিনে শুভ ক্ষণে, যে মহাশুভ মিলনে
গাব ভক্ত ভরিয়া পরাণ
নাহি রবে দুঃখ ভয়, সদা বল যীশু জয়
আনন্দে গাইবে মধুর গান (২)

৫। বসাইয়া নিজ কোলে, মুছায়ে চোখের জলে
আদরে পিতা দিবেন স্থান
বয়ে গেল সুসময় ছুটে আয়, ছুটে আয়
ছেড়ে আয় মরণের স্থান (২)।
-শশী ভূষণ পণ্ডিত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন