খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

ছাবি না তোমার চরণ

ছাবি না তোমার চরণ
ঐ চরণে পাব আমি, যা কিছু মোর মনের মতন।

১। যা কিছু পাই এ জগতে, ভেসে যায় সব কালস্রোতে
দু’দিন পরে রয় না হাতে, মিছা যেন নিশির স্বপন।

২। আদি হ’তে অনন্তকাল, তুমি মাত্র আছ দয়াল
কালস্রোতের এই ঘুর্ণিজল, ছোঁয়না তোমার ঈশ্বর নন্দন।

৩। চির চঞ্চল এ সংসারে, সার জেনেছি মোর অন্তরে
সারাৎসার ঐ চরণ ধ’রে বাঁচিব বাঁচাব জীবন।

৪। শান্তি আছে আছে আশ্রয়, ঐ চরণে সব পাওয়া যায়
বাঞ্চা কল্পতরু তোমায়, নাম দিয়েছে জানে যে জন।

৫। প্রেম আছে যার নাই তুলনা, ক্ষা যা ভবে মিলে না
পুরাতে মনের বাসনা, তোমার মত কে আর এমন।

৬। এ প্রার্থনা করি তোমায়, হে প্রভু যীশু দয়াময়
চরণ ধরে থাকতে আমায়, দিও শক্তি যাবজ্জীবন।

-প্রিয়নাথ বৈরাগী (১৯৪৩ খ্রীঃ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন