খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

চেয়েছি যা পেয়েছি সব

চেয়েছি যা পেয়েছি সব, কিছুই বাকী নাই আর এখন
তোমার মহা দয়ার দানে ভরিয়া দিয়েছ ভূবন।

১। খুলিয়া দিয়াছ তোমার, সোনার পুরীর ভাণ্ডারের দ্বার
পূর্ণ করিয়াছ আমার ছিল যা অভাব অনটন।

২। পেয়ে তোমার করুণার দান, উথলিয়া উঠিছে প্রাণ
জাগিতেছে আনন্দ গান, আলোড়িত করিয়া মন।

৩। প্রাণের বোঝা গেছে নেমে, ভাবনার ভয় গেছে থেমে
আকুল হৃদয় তোমার প্রেমে, তোমার দানে ধন্য জীবন।

৪। জাগিছে প্রত্যাশা মনে, যত দিন থাকি ভূবনে
পাব তোমার ঐ চরণে, যখন আমার যা প্রয়োজন।

৫। ধন্য ধন্য ধন্য পিতা, ধন্য ধন্য যগত্রাতা
ধন্য ধন্য পূণ্য আত্মা, ধন্য হে সত্য সনাতন।

-প্রিয়নাথ বৈরাগী (১০/৬/১৯৪৮ খ্রীঃ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন