খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

মোরা এসেছি আজ তোমার দ্বারে, দয়াময়

মোরা এসেছি আজ তোমার দ্বারে, দয়াময়
তুমি দয়া কর সর্বজনে দয়াল, হৃদয় মাঝে হও উদয়।

১। তোমার চাঁদ বদন দেখে, মোরা মাতিব সুখে
ধন্য হব তোমার চরণ ধূলা সর্বাঙ্গে মেখে (যীশু হে)
মোরা ভাসিব হে প্রেমানন্দে দয়াল
গাব তোমার নামের জয়।

২। পাপের ক্ষমারি কারণ, করব স্পর্শ ঐ চরণ
ধরব হৃদয় শ্রীপাদপদ্ম, তুমি অশান্তি বারণ (যীশু হে)
মোরা জুড়াব হে সকল জ্বালা দয়াল
তোমার ঐ চরণ ছায়ায়।

৩। চির জনমের তরে, মোরা সকলই ছেড়ে
ধরব চরণ মিথ্যা জেনে সব এই অসার সংসারে (যীশু হে)
তোমার আসার আশে বসে আছি দয়াল
নিজ গুণে হও উদয়।

৪। আজ এই নিঃশব্দ রাতে, তোমার নিজ বাক্য মতে
এস তুমি দয়াল যীশু, চড়ে মেঘেরি রথে (যীশু হে)
তুমি নিরবে আছ হৃদ-মন্দিরে দয়াল
 প্রবেশ কর এ সময় ।

৫। ঘুঁচাও সকল অন্ধকার, ওহে ঈশ্বর কুমার
অন্ধকার এই জগত মাঝে, তুমি সকল আলোর সার (যীশু হে)
তুমি ঘুঁচাও মনের পাপের আঁধার দয়াল
চিত্ত কর আলোকময়।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন