খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

মানিক জ্বলে কার কাছে মানিক জ্বলে

মানিক জ্বলে কার কাছে মানিক জ্বলে
জ্বলে গো আমার যীশুর মানিক জ্বলে ভক্তির হৃদ মাঝারে।

১। মানিক যখন হয় গো উদয়
বোধ হয় যেন বিজলীর প্রায়
নহবেতে সব দেখা যায়
কিন্তু চক্ষু যার আছে।

২। আমি হে ভবের বণিক
যীশু তুমি স্বর্গ-মর্তের মানিক
এবার কর মোরে আত্মায় ধনী
যেন দারিদ্র ঘোঁচে।

৩। সাত রাজার ধন একটি মানিক
যীশু সেই মানিকের খনি
হইয়াছে যে কেমন ধনী
যেজন যীশুকে পাইয়াছে।
-অজ্ঞাত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন