খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

মধুমাখা যীশু নাম গাওরে

মধুমাখা যীশু নাম গাওরে
গাও ঘরে ঘরে নগরে নগরে।

১। এ ভবরে আশা ‍যিনি, স্বর্গের আনন্দ ভূমি
যে নামে সকল দুঃখ হরে।

২। যে নামের মাহত্ম গুণে, শান্তি পায় ভক্তগণে
দুঃখী জনে সুখী হয় অন্তরে।

৩। আইলে আসন্নকাল, যীশু নামই মহাবল
যে নামে মৃত্যু নদী পার করে।
-গগনচন্দ্র দত্ত (১৮৯৬ খ্রীঃ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন