খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

প্রভাত হইল, হইল, হায় মন যীশুর গুণ একবার গাও রে

প্রভাত হইল, হইল, হায় মন যীশুর গুণ একবার গাও রে।

১। যাহার গুণে দিবা এল সম্মুখে, সেই পরম নাম লওরে মুখে
যীশু জয় জয় বলে, উঠ প্রাতঃকালে সেই পরম নাম রও বদনভরে।

২। নিশি অন্তি ভানু প্রকাশ পাইল, তাহা দেখে সৃষ্টি চেতন হইল
ওরে অবোধ মন, হওরে চেতন, থাকবে কতক্ষণ আর ঘুমের ঘোরে।

৩। পাখী শাখী পরে চেতন হইল, কোকিল কুহু স্বরে মঙ্গল গাইল
শুন মন বলি, তুমি সেই স্বর তুলি
যীশুর নামে নিশান তুলে দেও রে।

৪। মানব রূপী জ্যোতি উদয় জগতে, তিমির লয়ে হাতে ম’লেন ক্রুশেতে
স্বর্গের মহা আলো ব্যপ্ত ভূমন্ডল, ধরা তেজে পরিপূর্ণ হয় রে।

৫। অধীন দীনহীনের এই মিনতি, আলো দানে কিঞ্চিত দাওহে শকতি
তব আলো লয়ে, চেতন হইয়ে, সদা থাকি শ্রীচরণ ধরে।
-অরুণোদয় ঘোষ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন