খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

প্রাতে দরশন দেও হে ত্রাণ-নাথ

প্রাতে দরশন দেও হে ত্রাণ-নাথ
প্রাতে দরশন দেও।

১। কাল নিশি পোহাইল, আকাশে ভানু উদিল
হৃদাকাশে হও আসি উদয় হে ত্রান নাথ।

২। জাগিতেছে জীব সব, করিতেছে নানা রব
এ হৃদে ভক্তি প্রীতি জাগাও হে ত্রাণ-নাথ।

৩। আহা কি মধুর স্বরে, পাখিগণ গান্ করে
এ হৃদে ভক্তি প্রীতি জাগাও হে ত্রাণ-নাথ।

৪। প্রাতের শিশির মত, কর নাথ আশীর্বাদ
বিন্দু বিন্দু অবিরত দেও হে ত্রাণ-নাথ।
-রামচরণ ঘোষ (১৮৯২ খ্রীঃ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন