খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

বড় প্রেমানন্দ মনে হে, বড় প্রেমানন্দ মনে

বড় প্রেমানন্দ মনে হে, বড় প্রেমানন্দ মনে
প্রেমানন্দ মনে এখন ধন্যবাদ জানাই চরনে।

১। তুমি করেছ দয়া, রেখছ আশ্রয় দিয়া
দিতেছ চরণ ছায়া, কি রাতে কি দিনে
হার বস্ত্র যোগাইতেছ, কাঙ্গাল দীনহনে (দয়াময়)
যত আত্ম বন্ধু স্নেহ দয়া-সে সকল তোমার বিধানে।

২। রোগের করেছ তত্ত্ব যোগাইয়া ঔষধ পথ্য
স্বাস্থ্য যখন দুঃখ পড়ে, ধারা বয় নয়নে (দয়াময়)
এসে নিজ হাতে মুছাও চক্ষের জল, সান্ত্বনা দিয়া অজ্ঞানে।

৩। জগতেহর দুঃখ শোকে, আঁধার দেখি দুই চক্ষে
দেখা দিয়া সম্মুখে, লও নিকটে টেনে
এক মুখে ঐ দয়ার কথা, বলিব কেমনে, (দয়াময়)
যদি থাকত শত সহস্র মুখ, হার মানতাম দয়া-বর্ণনে।

৪। পাঠাইলে আপন নন্দন, এই পাপীর মুক্তির কারণ
তিনি প্রায়শ্চিত্ত সাধন করেন জীবন দানে
জীবন মূল্যে কিনিয়াছ, আমার এই জীবনে (দয়াময়)
মনে আশা আছে, অবশেষে স্থান পাব অভয় চরণে।

৫। কাঙ্গালের এই আকিঞ্চন, যত দিন রয় এই জীবন
তোমার নাম গুণ সঙ্কীর্তন করব নিশিদিনে
দেশ বিদেশে, সুখ দুঃখে আর জীবনে মরণে (দয়াময়)
আমি গাব তোমার ধন্যবাদ গান দিন কেটে যাক্‌ গানে গানে।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন