খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

প্রাণের যীশু জগতত্রাতা আমারে তুমি ত্যাজ না

প্রাণের যীশু জগতত্রাতা আমারে তুমি ত্যাজ না
আমার জনম গেল বৃথা কাজে, এজীবনে সুখ হল না।

১। যত কিছু ভাবি আপনার, আত্ম-বন্ধু-পুত্র-কন্যা সকলই অসবার
তারা সদা প্রাণে দুঃখ হানে, অসময়ে কেউ চাহে না।

২। মিছা মায়ায় আবদ্ধ হয়ে, গেল রে দিন মিছা কাজে মিছায়ে বয়ে
আমার সোনার দেহ অসার হল, আসলেতে ফল হল না।

৩। মনে আমার ছিল বাসনা, সযতনে পূজব চরণ, করব সাধনা
আমার সাধের আশা সব নিরাশা, সাথের সাথী কেউ হল না।

৪। কতদিনে পাব শ্রীচরণ, কতদিনে হিরিব ঐ প্রফুল্ল বদন
তোমার চরণ তলে পড়ে রব, পুরিবে মনের বাসনা।
-রূবেন সরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন