খ্রিষ্টিয় উপাসনার গান- সেবক সঙ্গীত (Sebok Sangeet)

বহে উজানে আজ জীবন নদীর জল

 বহে উজানে আজ জীবন নদীর জল
একবার “জয় যীশু জয়” বল, সৃষ্টি হয়েছে চঞ্চল
ঐ দেখ নেচে উঠল ধরাতল।

১। স্বর্গের নন্দন উদ্যান
মধুর দক্ষিণা বাতাসে দোলে
মোটে নাইরে বিরাম
ঝরে পড়ে যত ফুল সোনার পারিজাত বকুল
লুটায় তলায় জীবনবৃক্ষের ফল।

২। স্বর্গের রাজপুরীর দ্বার
অমনি মহাশব্দে খুলে গেল
বীণায় উঠিল ঝঙ্কার গেয়ে মধুর রাগিণী রাজা দায়ুদ
আপনিিএল, সঙ্গে স্বর্গের গুণীর দল।

৩। যীশু ত্রাণপতি
এলেন রাজ সিংহাসন হতে, নেমে মৃদু মন্দ গতি
কুসুম দলে দলে ফুটল শ্রীচরণ তলে
কত রক্স জবা শতদল।

৪। ধবল মেঘের রথে
যীশু নেমে এলেন ধরাতলে (কেউ নাই রে সাথে)
দেখে প্রভাতী তারা, হয়ে দিশেহারা
চায় এই জগৎ পানে অচঞ্চল।

৫। ভবের মরা গাঙ্গে
অমনি ডেকে এল জীবন নদীর ধারা বানের তরঙ্গে
যত জীর্ণ তরী, ভাসল সারি সারি
তুলে প্রভু যীশুর নামে পাল।
-প্রিয়নাথ বৈরাগী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন